ফুটবল

অবসর নয়, চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি

দোহা, ১৯ ডিসেম্বর – বিশ্বকাপের শুরু থেকেই শোনা যাচ্ছিল মেসি অবসর নিতে যাচ্ছেন। গণমাধ্যমে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু না, বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয় শেষে মেসি জানালেন, এখনই অবসর নয়। আর্জেন্টিনার আকাশী নীল-সাদা জার্সিতে আরও ম্যাচ খেলতে চান।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন গোল্ডেন বল। বয়স ৩৫ হলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এই বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে মেসি বলেন, গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।

২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে মেসি। জার্মানির কাছে শেষ মুহূর্তে স্বপ্ন ভাঙ্গে আর্জেন্টিনার। সোনালী ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ হয়নি মেসির। হয়নি চুমু খাওয়ার, উঁচিয়ে ধরার। তবে এবার যেন সব স্বপ্ন এক সঙ্গে পুরণ হলো। বিশ্বকাপ ট্রফিটা নিয়ে মেসি বলেন, আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।

মেসি আরও বলেন, আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ ডিসেম্বর ২০২২

Back to top button