আমরা মানুষের কল্যাণে কাজ করি
কুমিল্লা, ১৮ ডিসেম্বর – বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ কাউকে বাধা দেবে না। ’
রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। দেশের মানুষের অর্থনীতি মুক্তির জন্য কাজ করি।
আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ভালো কাজ করি। ভালো কিছু গ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা চাই বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এতে আমরা (আওয়ামী লীগ) কাউকে বাধা দেব না। আমরা সংঘাত চাই না। সবাই নির্বাচনে আসুন। ’
উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আপনারা সব সময় ভালো কাজগুলো করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো আলোকিত করুণ। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে মানুষকে এগিয়ে নিতে আরো ভালো কাজ করবো। আপনারা সবাই ভালো কাজ করবেন এবং অসৎ কাজে বাধা দিবেন। সকলে মিলে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। ’
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক প্রমুখ।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২২