ফুটবল

নিঃসন্দেহে মেসি ইতিহাসের সেরা ফুটবলার

দোহা, ১৮ ডিসেম্বর – বিশ্বকাপ জেতার সুযোগ বারবার আসে না। আর্জেন্টিনাকেই ধরা যাক, ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর দুইবার ফাইনাল খেলেছে তারা। দুইবারই ফিরতে হয়েছে মলিন বদনে। এবার আরও একটি ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা।

ফরাসি অধিনায়ক হুগো লরিস বলেন, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার নিঃসন্দেহে। তবে এখানে খেলাটা হবে দুটো দলের মধ্যে। ব্যক্তিগত লড়াই নয় এটা।’

আর্জেন্টিনা ও ফ্রান্স এর আগে ১২ বার মুখোমুখি হয়েছে ফুটবলে। ছয়বার জয় পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্স জিতেছে তিনবার। তবে ২০১৮ সালে শেষ লড়াইয়ে ফরাসিরা জিতেছে ৪-৩ গোলে। সেই লড়াইয়ের একটা প্রভাব আজও থাকতে পারে! সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারে আর্জেন্টিনা। আর সেই জয় থেকে অনুপ্রেরণা নিতে পারে ফ্রান্স।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২২

Back to top button