মৌলভীবাজার

ধলাই সেতুর সংযোগ সড়কে ধস, যান চলাচল বন্ধ

মৌলভীবাজার, ১৮ ডিসেম্বর – মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এতে দুর্ভোগ পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার সংলগ্ন ধলাই নদীর ওপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর সেতুর দক্ষিণ পাশে সংযোগ সড়কে মাটি ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সড়কটি দ্রুত মেরামতের কাজ চলছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২২

Back to top button