পশ্চিমবঙ্গ

কলকাতায় অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মমতা

কলকাতা, ১৭ ডিসেম্বর – পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে কলকাতায় আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওডিশার পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ আমাত।

সেই বৈঠক হয় পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নের সভাঘরে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধেই শাহ যান নবান্নের ১৪ তলায়। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে।

এই বৈঠকের আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) অমিত শাহ কলকাতায় বিজেপি নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।

ধারণা করা হচ্ছে বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানত পূর্ব ভারতের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দুই হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২২

Back to top button