জিয়াউর রহমান ১৩শ মানুষকে হত্যা করেছে
কুমিল্লা, ১৭ ডিসেম্বর – কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, জিয়াউর রহমান ১৩শ মানুষকে হত্যা করেছে। এর মধ্যে আমার একজন ভাই আছে। আমার ভাইয়ের লাশটিও খোঁজে পাইনি। তাকে কোথায় কবর দেয়া হয়েছে, তাও জানি না।
শনিবার কুমিল্লায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যায় সহায়তা করেছে৷ আজো তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদবীর ২৪৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জর্জ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এড. জহিরুল ইসলাম সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ ডিসেম্বর ২০২২