ক্রিকেট

অভিষেকেই সেঞ্চুরি, ইতিহাসে নাম লেখালেন জাকির

ঢাকা, ১৭ ডিসেম্বর – অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখলেন তরুণ ব্যাটার জাকির হাসান। দারুণ ছন্দ দেখিয়ে সেঞ্চুরি করে ফেললেন জাকির হাসান। অভিষেকে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে শতক উদযাপন করেন এই ব্যাটসম্যান।

তবে সেঞ্চুরির পর আর ছয় বল টিকে ছিলেন। ২২৪ বলে ১০০ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন জাকির। ২০৮ রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ।

সেই সঙ্গে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জাকির হাসানের। বাংলাদেশের হয়ে আগের সেরা ছিল জাভেদ ওমর বেলিমের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/১৭ ডিসেম্বর ২০২২

Back to top button