এশিয়া

দলের চেয়ারপারসনের পদ ছাড়লেন মাহাথির

কুয়ালালামপুর, ১৭ ডিসেম্বর – মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তার রাজনৈতিক দল পেজুয়াংয়ের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির গণমাধ্যমে দলীয় মুখপাত্র সানি জাওয়াভির এ খবর জানিয়েছেন।

এর আগে, ২০২০ সালে বারসাতু দল ছেড়ে পেজুয়াং দলটি প্রতিষ্ঠা করেন মাহাথির।

এদিকে, ১৪ জানুয়ারি পেজুয়াংয়ের বার্ষিক সাধারণ সভা। এরপর মাহাথির মোহাম্মদ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ১৫তম সাধারণ নির্বাচনের আগে মালয়ভিত্তিক দল, এনজিও, শিক্ষাবিদ এবং পেশাদারদের জোট গেরাকান তানাহ আয়ের (জিটিএ) চেয়ারম্যান হিসেবে মাহাথির এখনও বলবৎ রয়েছেন। জিটিএ জোট নির্বাচনে ১৫৮ জন প্রার্থী দিয়েছিল, যার মধ্যে ১১৬ জন সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মাহাথির, তার ছেলে মুখারিজসহ জোটের সব প্রার্থী নির্বাচনে হেরে যান।

দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন। ৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে যান মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

প্রসঙ্গত, মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমনোর দলের প্রধান এবং বারিসান নাসিওনালের চেয়ারম্যান ছিলেন। সেই সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে আমনো ত্যাগ করেন এবং পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) প্রতিষ্ঠা করেন যা পিকেআর, ডিএপি, আমানাহ এবং আপকোর সাথে পাকাতান হারাপান জোটের অংশ ছিল। ২০২০ সালে বারসাতু সভাপতি মুহিদ্দিন ইয়াসিন পিএএস এবং বারিসান নাসিওনালের সাথে জোট সরকার গঠনে দলকে নেতৃত্ব দেওয়ার পরে তিনি বারসাতু ছেড়ে চলে যান। মাহাথির ওই বছরের শেষের দিকে পেজুয়াং প্রতিষ্ঠা করেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২২

Back to top button