ফুটবল

আকাশী নীল-সাদা জার্সিতেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস, ১৫ ডিসেম্বর – লাতিন পরাশক্তি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির মাহাত্ম্য ফুটবলার থেকে শুরু করে সমর্থকের কাছে অন্য রকম এক আবেগ। আর্জেন্টিনার জার্সিকে তুলনা করা চলে আকাশের সঙ্গে। আকাশের ‘আকাশি’ আর মেঘের ভেলার ‘সাদা’ রঙ আর্জেন্টিনার ট্রেডমার্ক জার্সি। কাতার বিশ্বকাপে মেসিদের আকাশি-সাদা জার্সির সঙ্গে কালো প্যান্ট, যেটাকে হোম জার্সি বলা হয়। অন্যটি অ্যাওয়ে জার্সি যার রং বেগুনি। অ্যাওয়ে জার্সিতে ফাইনাল খেলে জয়ের নজির নেই আর্জেন্টিনার। তবে কাতার বিশ্বকাপের ফাইনালে স্বস্তির খবর ফ্রান্সের বিপক্ষে আকাশী নীল-সাদা জার্সি পরে খেলতে নামবেন লিওনেল মেসিরা।

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে, মেসিরা ফ্রান্সের বিপক্ষে তাদের র্স্টাটিং জার্সি বা আকাশি সাদা জার্সি পরে খেলবেন। যার প্যান্ট হবে সাদা এবং মোজাও হবে সাদা। নকআউট পর্বে নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার বিপক্ষেও ওই জার্সি পরে খেলেছিল ল্যাতিন দলটি।

ফ্রান্সও তাদের ব্লু বা নীল জার্সি পরে খেলবে। রাশিয়া বিশ্বকাপের নক আউটে ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেও দুই দলই র্স্টাটিং জার্সি পরে খেলেছিল। বিশ্বকাপে মেসিদের জার্সি তিনটি। একটি আকাশি-সাদা জার্সির সঙ্গে কালো প্যান্ট, যেটাকে হোম জার্সি বলা হয়। অন্যটি অ্যাওয়ে জার্সি যার রং বেগুনি। দুই দলের জার্সির রঙয়ের ভিন্নতার কারণেই বাছাই করার বিষয়টি সহজ হয়েছে।

তবে বৃহস্পতিবার ফিফা টেকনিক্যাল মিটিংয়ে হোম জার্সির রঙে কোনো সমস্যা না থাকলেও সমস্যা বাঁধে শর্টস নিয়ে। সাম্প্রতিক সময়ে সাদা রঙয়ের শর্টস পরে খেলে দুই দলই। স্বাভাবিকভাবে কালো রঙয়ের শর্টস পরে খেললেও শেষ দুটি ম্যাচে আকাশী-নীল জার্সির সঙ্গে সাদা রঙের শর্টস পরে খেলেছে আর্জেন্টিনা। আলোচনা শেষে সাদা রঙয়ের শর্টস দেওয়া হয় ফ্রান্সকে। একই লাল মোজা পরে খেলবে দলটি। আর্জেন্টাইনরা পরবে সাদা রঙয়ের মোজা।

বিশ্বকাপের সবশেষ দুটি ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। আর তার ফলাফল কম-বেশি সবাই জানে। দুইবারই জার্মানদের হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। দুটি হারই ১-০ ব্যবধানে। তাও ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে হারে তারা। অন্যদিকে ১৯৭৮ সালে ঘরের মাঠে এবং ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে যে দুইবার বিশ্বকাপ জিতেছিল তারা, দুইবারই আকাশী নীল-সাদা রঙয়ের জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা।

১৯৩০ বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার খেলোয়াড়দের গায়ে শোভা পেত এই আকাশি-সাদা জার্সি। তবে তখন জার্সির সঙ্গে শোভা পেত ঘন নীল রঙের শর্টস। ১৯৭৮ বিশ্বকাপের পর থেকে গাঢ় নীল শর্টস বাদ দিয়ে কালো শর্টস পরে খেলা শুরু করেন আর্জেন্টাইন ফুটবলাররা।

আর্জেন্টিনার জার্সি প্রস্তুত করে থাকে জার্মানির অ্যাডিডাস। ১৯৯৯-২০০১ বাদ দিয়ে বিশ্ব বিখ্যাত এই ব্র্যান্ডের জার্সি গায়ে দিয়ে সেই ১৯৯০ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত খেলে যাচ্ছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের জার্সি বানানো হয়েছে অনেকটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জার্সির ঢঙে।

উল্লেখ্য, আগামী রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ফিফা বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২২

Back to top button