জাতীয়

যুব মহিলা লীগের সভাপতি ডেইজী, সম্পাদক শারমিন

ঢাকা,১৫ ডিসেম্বর – আওয়ামী যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডেইজী সারোয়ারকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এরআগে, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলন শুরু হয় বেলা ১২টা ১ মিনিটে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চে সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান। গত ১৮ বছর ধরে এ দুজনই ছিলেন যুব মহিলা লীগের নেতৃত্বে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২২

Back to top button