ফুটবল

ম্যারাডোনার ইতিহাস সেরা ৫ গোল! (ভিডিও)

দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তদের কাছে একটা আবেগের নাম। কিংবদন্তি, নায়ক, ফুটবলের ব্যাড বয়… কোনো একটা সংজ্ঞায় বাঁধা যেত না সাড়ে ৫ ফুট উচ্চতার মানুষটাকে। ফুটবল মাঠে ম্যারাডোনা ছিলেন একজন শিল্পী। গতি আর বাঁ পায়ের কারিকুরিতে উপহার দিয়েছেন জাদুকরী সব মুহূর্ত। প্লেমেকার হিসেবে সতীর্থদের দিয়ে গোল করানোতেই ছিল তার আনন্দ। নিজেও পেয়েছেন জালের দেখা। ম্যারাডোনার অনেকগুলো গোলই কালের সীমানা ছাড়িয়ে জায়গা করে নিয়েছে ফুটবলের গল্পগাঁথায়।

ফুটবল ঈশ্বর ম্যারাডোনার সেরা পাঁচ গোল নিয়ে কালের কণ্ঠের এই আয়োজন। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে শতাব্দীর সব চেয়ে নিন্দিত এবং প্রশংসিত দু’টি গোলই করেছেন ম্যারাডোনা এবং একই ম্যাচে। একটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ গোল নামে, ‘অন্যটি গোল অব দা সেঞ্চুরি।’

সেই আসরেই বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় গোল এবং এর আগের বছর নাপোলির হয়ে দুটি গোল জায়গা পেয়েছে ম্যারাডোনার সেরা গোলের এই তালিকায়।

‘হ্যান্ড অব গড’ গোল

গোল অব দা সেঞ্চুরি

সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় গোল

জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিক

ভেরোনার বিপক্ষে দূরপাল্লার শটে গোল

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৬ নভেম্বর

Back to top button