পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে শীতবস্ত্র নিতে এসে পদপৃষ্টে নিহত ৩

কলকাতা, ১৪ ডিসেম্বর – পশ্চিমবঙ্গের আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ির কারণে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এ পদপৃষ্টের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

স্থানীয় সূত্র জানিয়েছে, কম্বল নেয়ার সময় বিশৃঙ্খলা এবং হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) আসানসোলে এসেছিলেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু। এছাড়া এ অনুষ্ঠানে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। স্থানীয় গণমাধ্যমের দাবি, আসানসোলের রামকৃষ্ণনগরে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে একটি সেচ্ছাসেবী সংস্থা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুভেন্দুর অনুষ্ঠানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছিল। শুভেন্দু চলে যাওয়ার পর শীতবস্ত্র নেয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মোট ৫টি কাউন্টার থেকে শীতবস্ত্র দেয়া শুরু হলে সেখানে আচমকাই প্রচুর মানুষ ঢুকতে শুরু করেন এবং হট্টগোল শুরু হয়। ফলে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে নিহত হয় তিন জন ও বেশ কয়েকজন আহত হয়।

আসানসোলের পুলিশ জানিয়েছে, এই ধরণের অনুষ্ঠান হবে সেটা পুলিশকে জানানো হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পাগলের হাতে দেশলাই পড়লে এ দশাই হবে।

তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানের এমন ঘটনা কি পরিকল্পনা করে করা হয়েছে কিনা সেটা পুলিশকে খতিয়ে দেখা উচিৎ। কারণ শুভেন্দু অধিকারী এর আগে ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর তিনটি তারিখ ঘোষণা করে বড় কিছু হবে বলে তৃণমূল সরকারকে হুমকি দিয়েছিলেন।

সূত্র: সময় টিভি
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২

Back to top button