ড্রেসিংরুমে ব্রাজিলকে কটাক্ষ করে আর্জেন্টিনার উদযাপন
দোহা, ১৪ ডিসেম্বর – লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সফল দুই দল। তাদের ফুটবল ইতিহাস বেশ দীর্ঘ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার। টাইব্রেকারে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমি ফাইনালে ক্রোয়েশিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনাকে। তবে এবার লুকা মদ্রিচের দলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে চলে গিয়েছে লিওনেল মেসির দল।
সেমিফাইনালের জয় উদযাপন করতে গিয়ে ড্রেসিংরুমে ব্রাজিলকে কটাক্ষ করল আর্জেন্টিনা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ভিডিও ভাইরাল।
স্প্যানিশ দৈনিক ‘মার্কা’-র দাবি, সেমি ফাইনাল জেতার পর ড্রেসিংরুমে উদযাপনে মাতেন মেসিরা। সেই উদযাপনের ভিডিও এখন ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের গাওয়া এক গান গাইছে মেসি-আলভারেজরা। এই গানটির প্রতিটি লাইনে রয়েছে ব্রাজিলের প্রতি কটাক্ষ ও খোঁচা। আর্জেন্টাইন ফুটবলে গানটির রয়েছে ব্যাপক পরিচিতি। এর আগেও বিভিন্ন সময় সেলিব্রেশন করার সময় গানটি গেয়েছে লিওনেল স্কালোনির দল।
গানটির কথাগুলোর বাংলা করলে এমন দাঁড়ায়, ‘পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এখন দমে যাওয়া দল কী অবস্থা তোমাদের? মেসি কাপটা তুলে রাখলো, আর্জেন্টাইনরা সবসময় উদ্দীপ্ত, আমরা তাদের অনুসরণ করে এগিয়ে চলি আমাদের চোখে বিশ্বজয়ের স্বপ্ন ম্যারাডোনা আমাদের প্রেরণা!’
‘মার্কা’-র আরও দাবি, মাঠে দর্শকদের সঙ্গেই গানের দ্বিতীয় অংশটি গেয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেওয়ার শেষে লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে গানটি গাইতে থাকে সমর্থকরা। অ্যাঞ্জেল ডি মারিয়াকেও সমর্থকদের সঙ্গে এই গানে গলা মেলাতে দেখা যায়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কাপ জেতার পরও এই গানটিই গেয়েছিলেন মেসিরা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২