২৪ ডিসেম্বর জামায়াতের গণমিছিলের কর্মসূচি স্থগিত
ঢাকা, ১৪ ডিসেম্বর – তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ডাকা আগামী ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।
বিবৃতিতে তিনি বলেন, শিগগির কর্মসূচি বাস্তবায়নের নতুন তারিখ ও সময় জানানো হবে।
গত ১১ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এই গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত।
এর একদিন আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি তুলে ধরে বিএনপি। বিএনপির ১০ দফা দাবির মধ্যেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবি প্রাধান্য পায়।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২