অবশেষে ভারতের ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল
চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর – অবশেষে ভাঙলো জুটি। ভারতীয় ইনিংসে আঘাত হানলেন তাইজুল ইসলাম। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারালো ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান। লোকেশ রাহুল ২০ আর চেতেশ্বর পুজারা শূন্য রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
কুয়াশা ভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। তুলেন ১৫ রান।
প্রথম ঘণ্টাটা প্রায় অনায়াসে কাটিয়ে দিচ্ছিল ভারত। অবশেষে জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে ভারত।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২