মানিকগঞ্জ

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ৫ ফেরি

মানিকগঞ্জ, ১৪ ডিসেম্বর – ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ আছে। তীরে ভিড়তে না পেরে পদ্মা নদীর মাঝে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে পাঁচটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার গভীর রাত থেকেই পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌযান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে ভোর ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

আব্দুস সালাম আরও বলেন, কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় পাঁচটি ফেরি। বাকি ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে আছে। তবে যানবাহন না থাকায় দুই ঘাটে কোনো যানজট নেই।

কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২২

Back to top button