পশ্চিমবঙ্গে সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে সরব মমতা
কলকাতা, ১৩ ডিসেম্বর – ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হেফাজতে থাকাকালে লালন শেখ নামের একজনের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে। এ ঘটনায় সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান জানান, তিনি এই ঘটনা নিয়ে সরব হচ্ছেন ।
মেঘালয় সফরে গিয়ে মঙ্গলবার মমতা আরো বলেন, ‘সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হলো? ওদের সব ডিটেলস নিতেই হবে।
’
বীরভূমের রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে বগটুইয়ে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত লালনের ঝুলন্ত দেহ গত সোমবার উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। সিবিআই দাবি করে, আত্মহত্যা করেছেন লালন। যদিও লালনের পরিবার তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে খুন করা হয় এক তৃণমূল নেতাকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২২