বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর, ১৩ ডিসেম্বর – গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নিট লাইন পোশাক কারখানার শ্রমিকরা ওই আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় পুলিশ পোশাক শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরাতে চাইলে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক ও স্থানীয় দোকানদার আহত হয়েছেন। এখন সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। এখন কারখানা ও মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমরা শ্রমিকরা গত ৩ মাসের, স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কারখানা মালিক বেতনের আশ্বাস দেয়ার পরেও বেতন দেয়না। পরে বেতনের দাবিতে আন্দোলন শুরু করি। একপর্যায়ে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।
আলেয়া খাতুন নামে এক শ্রমিক বলেন, ঘর ভাড়া বাকি রয়েছে। আমরা খাইতে পারছি না। আমাদের পাওনা বেতন তারা দিচ্ছে না। আমরা আন্দোলন করছি কিন্তু পুলিশ এভাবে মারলো।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ রয়েছে। এখন পরিবেশ অনেকটা শান্ত। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২২