মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

মানিকগঞ্জ, ১১ ডিসেম্বর – দীর্ঘ ৮ বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ রোববার (১১ ডিসেম্বর)।

মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলা মাঠ) দুপুর ২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পদপ্রত্যাশীদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। এবারের সম্মেলন সামনে রেখে এরই মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কাউন্সিল শেষ করেছে জেলা আওয়ামী লীগ। দৌলতপুর ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি এবং সম্পাদক পদে ভোট হয়েছে। বাকি উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোয় সমঝোতার ভিত্তিতেই নেতা নির্বাচন করা হয়।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম জানান, বিধি মোতাবেক কাউন্সিল করার সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। এবারের কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ। ষড়যন্ত্র, অতীত, বর্তমান সবকিছুকেই মাথায় নিয়েই আমরা কাজ করছি।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন জানান, সম্মেলন শতভাগ বর্ণাঢ্য ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই এই সম্মেলনের গুরুত্ব অনেক। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সম্মেলনে ব্যাপক লোক সমাগম হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২

Back to top button