জাতীয়

‘নয়াপল্টনের সমাবেশ গোলাপবাগে, এখানেই বিএনপির অর্ধেক পরাজয়’

ঢাকা, ০৯ ডিসেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নয়াপল্টনে সমাবেশ করতে অনড় থাকা বিএনপি এখন গোলাপবাগে যাচ্ছে। এখানেই তাদের আন্দোলনের অর্ধেক পরাজয় হয়ে গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কাতারের পাশাপাশি বাংলাদেশেও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। লাঠি বা আগুন নিয়ে আসলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেব না।

ঢাকাবাসীকে আশ্বস্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে। আমরা চলে যাচ্ছি সাভারে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ঢাকা দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়, আমরা কেন, অশান্তি-বিশৃঙ্খলা চাইব?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে গোটা বাংলাদেশ গিলে খাবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। বিএনপির ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে।

কূটনৈতিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধি যারা আমাদের দেশে আছেন। বন্ধু দেশের প্রতিনিধিরা কারও পক্ষ নেবেন না। আমাদের ঘরের ভেতরে হস্তক্ষেপ করবেন না। আমরা জানি, কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। আমি বলেছি, সমাধান হবে, হয়েছে। বাঙলা কলেজ হয়ে অবশেষে গোলাপবাগ। তাদের (বিএনপির) শুভবুদ্ধির উদয় হয়েছে।

সূত্র: আরটিভি
এম ইউ/০৯ ডিসেম্বর ২০২২

Back to top button