জাতীয়
নয়াপল্টনে নেই বিএনপি নেতাকর্মীদের আনাগোনা
ঢাকা, ০৯ ডিসেম্বর – রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে গত দুইদিনের থমথমে পরিস্থিতির পরে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীদের আনাগোনা দেখা যায়নি।
নয়াপল্টন, কাকরাইল মোড়, পল্টন মোড়, ফকিরাপুল মোড় পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের সরব উপস্থিতির কারণে এসব এলাকায় কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়, কাকরাইল মোড় ও পার্শ্ববর্তী এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষও রাস্তায় বের হয়নি। রাস্তায় অল্পকিছু বাস ও রিকশা চলাচল করছে। তবে গণপরিবহনে কোনো ভিড় নেই।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ ডিসেম্বর ২০২২