ফুটবল

টাইব্রেকারের আগেই ম্যাচ শেষ করতে চায় আর্জেন্টিনা

দোহা, ৯ ডিসেম্বর – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় ডাচদের মুখোমুখি হবে মেসিরা।

সর্বশেষ বার ফাইনালে ওঠার সময় আর্জেন্টিনা জিতেছিল টাইব্রেকারে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য সমতার পর পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জিতেছিলেন লিওনেল মেসিরা। এবার আবারও সামনে নেদারল্যান্ডস, মঞ্চও নকআউটের।

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি টাইব্রেকারে গড়ানোর আগেই খেলা শেষ করতে চান। তারপরও সতর্কতার অংশ হিসেবে রোজ শিষ্যদের দিয়ে পেনাল্টি অনুশীলন করাচ্ছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে তার দলের পেনাল্টি প্রস্তুতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল।

তিনি বলেন, সব সময়ই অনুশীলনে পেনাল্টির প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ম্যাচের দিন কিক নেওয়াটা ভাগ্যের ব্যাপার। আশা করি, আমাদের যেন টাইব্রেকার পর্যন্ত যেন যেতে না হয়। এর আগেই যেন শেষ করতে পারি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৯ ডিসেম্বর ২০২২

Back to top button