ইউরোপ

খেরসনের বাসিন্দাদের রুবল ব্যবহারের আহ্বান রাশিয়ার

কিয়েভ, ০৭ ডিসেম্বর – ইউক্রেনের খেরসনের রুশ দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের রুশ মুদ্রা রুবল ব্যবহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার অঞ্চলটির মস্কো নিযুক্ত কর্মকর্তারা জনগণকে তাদের সঞ্চয় রুবলের সঙ্গে বিনিময়ের অনুরোধ জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন খেরসনের রুশ নিযুক্ত প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ইউক্রেনীয় মুদ্রা রিভনিয়ায় পেমেন্ট বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ইউক্রেনের অর্থনৈতিক সংকটের ফলে রিভনিয়ার ব্যাপক দরপতন হয়েছে। এটি ক্রমশ একটি ‘কাগজে পরিণত হচ্ছে।’

ইউক্রেনের কাছ থেকে রাশিয়া কর্তৃক দখলকৃত লুহানস্ক ও ডোনেস্কের বাসিন্দারাও ইতোমধ্যেই রুবল ব্যবহার করছে।

এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে এই যুদ্ধকে তিনি ‘বর্বরতার’ একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘পুতিন এই যুদ্ধটিকে ইউক্রেনের প্রতিটি নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন। তিনি আলো ও পানি বন্ধ করার চেষ্টা করছেন। যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি সেটি অর্জনের চেষ্টা করছেন।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২২

Back to top button