জাতীয়

৮ ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র

ঢাকা, ০৬ ডিসেম্বর – বাংলাদেশের ওপর চাপ কমাতে আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বমোট ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২২

Back to top button