বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত
বান্দরবান, ৩ ডিসেম্বর – বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তবে এবার ফের যুক্ত করা হয়েছে থানচি উপজেলাকে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই আরো এক সপ্তাহ বাড়িয়ে শনিবার ৪ নভেম্বর সন্ধ্যায় নতুন গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভীন তিবরীজি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় নিরাপত্তাজনিত কারণে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
তবে এই তিনটি উপজেলা ছাড়া জেলার অপর ৪টি উপজেলায় ভ্রমণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
গত ২৭ নভেম্বর জারি করা গণবিজ্ঞপ্তিতে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩ ডিসেম্বর ২০২২