ভারতে চলন্ত বাসে চালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনা
নয়াদিল্লী, ৩ ডিসেম্বর – ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মর্মান্তিক দৃশ্য। চলন্ত বাসের চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপর তিনি ঢলে পড়েন স্টিয়ারিং হুইলের ওপর।
এনডিটিভি জানিয়েছে, চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিতে থাকে।
এতে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
জাবালপুরে একটি ট্রাফিক সিগন্যালের ঘটনা এটি। পুরো ঘটনা ধরা পড়েছে ট্রাফিক সিগন্যালে থাকা সিসি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, বাসটি অপেক্ষাকৃত ধীরগতিতে চলায় বিপদ কম হয়েছে। বাসটির মেঝের অংশটি নিচু হওয়ার কারণেও ধাক্কা খাওয়া মানুষেরা তেমন বিপাকে পড়েনি। সর্বশেষ ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেওয়ার পর পর বাসটি থেমেছে। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত।
পুলিশ আরো জানিয়েছে, বাসে থাকা যাত্রী এবং ব্যাটারিচালিত রিকশার দুই শিশু আরোহীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বয়স্ক এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৩ ডিসেম্বর ২০২২