ফুটবল

ক্যামেরুনে ধরাশায়ী হয়েও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

দোহা, ০৩ ডিসেম্বর – ক্যামেরুনের কাছে ১ গোলে হেরে গেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে মুহুর্মুহু আক্রমণ করলেও যোগ করা সময়ে গোল হজম করতে হলো তাদের। তবে চিন্তার কিছুই নেই, আগেই নিশ্চিত হয়ে আছে শেষ ষোল।

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে ৫ বারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

নক আউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক। সোমবার স্টেডিয়াম ৯৭৪-এ কোরিয়ার মুখোমুখি হবে তারা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে জি গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। প্রথমার্ধে ২ দলের কেউই গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র-তে বিরতিতে যায় দুই দলই। বিরতির পর আক্রমণ শানালেও কাজে লাগাতে পারেনি ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অসাধারণ দক্ষতায় ক্যামেরুনের গোলরক্ষক সব বাধা থেকে রক্ষা করে দলকে।

অন্যদিকে ক্যামেরুন মাত্র ১টি আক্রমণ করে। আর তাতেই সফল তারা। যোগ করা সময়ে গোল হজম করলো ব্রাজিল। ক্রস থেকে দারুণ হেডে গোল দেন আবু বাকার।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৩ ডিসেম্বর ২০২২

Back to top button