ক্রিকেট
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন দাস
ঢাকা, ০২ ডিসেম্বর – তামিম ইকবালের ইনজুরির খবর আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।
তার জায়গায় এই সিরিজে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিসিবি।
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন তিনি।
সূত্র: বাংলানিউজ
এম ইউ/০২ ডিসেম্বর ২০২২