দক্ষিণ এশিয়া

কোনো নারীকে ১৪ সেকেন্ডের বেশি দেখলে হতে পারে জেল

নয়াদিল্লী, ০২ ডিসেম্বর – কোনো মেয়ের দিকে একটানা ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে হতে পারে জেল। ভারতের ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি) এ ধরনের একটি টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।

২৭ নভেম্বর করা ওই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে।

এনসিআইবির ওই টুইটে বলা হয়েছে- কোনো পরিচিত বা অপরিচিত নারীর দিকে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কিংবা মজার ছলে কেউ যদি ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ ধারায় গর্হিত অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি নারী নিগ্রহের দায়ে সেই ব্যক্তির জেলও হতে পারে।

এনসিআইবি আরও জানিয়েছে, এক্ষেত্রে কোনো অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার ৩ মাস থেকে এক বছরের কারাদণ্ড হবে। তাকে জরিমানাও দিতে হতে পারে।

এনসিআইবির এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। একেকজন একেক ধরনের মন্তব্য করেছেন।

তবে শুধু পুরুষের জন্য কেন, নারীদের জন্য একই রকম নিয়ম রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

সূত্র: যুগান্তর
আইএ/ ০২ ডিসেম্বর ২০২২

Back to top button