ফুটবল

বাচা-মরার ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ক্রোয়েশিয়া-বেলজিয়াম

দোহা, ০১ ডিসেম্বর – দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য আজ জয় ছাড়া কোনও পথ খোলা নেই বেলজিয়ামের সামনে। অন্যদিকে ড্র করলেই চলবে ক্রোয়োশিয়ার।

এমন সমীকরণকে মাথায় নিয়ে দুই দল একে অপরের বিপক্ষে খেলতে নামে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। প্রথমার্ধে দুই দলই জমজমাট লড়াই করলেও গোলের দেখা পায়নি কেউই।
ম্যাচের ১০ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে আচমকা শট নেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইভান পেরিসিচ। পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল। ১৩ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেলজিয়ামের ড্রিস মার্টিনেস। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে কেভিন ডি ব্রুইন পাস দেন বক্সে। ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন মার্টিনেস।

দুই মিনিট পর ইয়ানিক কারাসকো ডি-বক্সে ক্রোয়েশিয়ার ক্রামারিচকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে আক্রমণের শুরুতে ক্রোয়েশিয়ার একজন অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি। হাঁফ ছেড়ে বাঁচে বেলজিয়াম। বিরতির আগে গোলের জন্য বেলজিয়াম শট নেয় পাঁচটি, ক্রোয়েশিয়া ছয়টি, তবে লক্ষ্যে ছিল না একটিও।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০১ ডিসেম্বর ২০২২

Back to top button