জাতীয়

মূল্যস্ফীতির তথ্য নিয়ে জল ঘোলা করার সুযোগ নেই

ঢাকা, ০১ ডিসেম্বর – বৈশ্বিক মন্দার কারণে চলতি ও আগামী বছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি অভিযোগ করে বলেন, অনেকেই মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বৃহস্পতিবার গবেষণা সংস্থা বিআইডিএসের বার্ষিক সভায় এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমার মতে রাজনৈতিক ফায়দা লুটতে অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, হুন্ডির কারণে প্রত্যাশিত রেমিট্যান্স আসছে না। তিনি জানান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-এমএফএসের মাধ্যমে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অ্যাপ চালুর করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, এলসির মাধ্যমে পণ্য আমদানিতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল। যা সেপ্টেম্বরে ৯ দশমিক ১ শতাংশে নেমে আসে।

২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর এই সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এসব বিষয়ের ওপর পড়ে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ ডিসেম্বর ২০২২

Back to top button