জাতীয়

ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ০১ ডিসেম্বর – ডিসেম্বর মাসকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষাণার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল— বিজয়ের মাস ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা মাস’ হিসেবে ঘোষণা করার।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হকের প্রতি দাবি জানাবো, তিনি যেন ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা সময় দেখতাম— রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল। এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আসলেন।’

সমাবেশে উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আরও অনেকে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০১ ডিসেম্বর ২০২২

Back to top button