ইউরোপ

শীতের শুরুতেই অন্ধকারে ৬০ লাখ ইউক্রেনীয়

কিয়েভ, ০১ ডিসেম্বর – ইউক্রেনে শীতকাল শুরু হয়েছে। শীতের প্রথম দিনের ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে অন্তত ৬০ লাখ মানুষ বিদ্যুৎহীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবারের রাতের ভাষণে এই তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ বলছে, অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি ঘটেছে। বাড়ির তাপমাত্রা বৃদ্ধি করতে গিয়ে তারা নিরাপত্তা নিয়ম অমান্য করলে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। রুশ হামলার কারণে এসব পরিবার বিদ্যুৎহীন অবস্থায়।

এ ছাড়া জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকেবলা হয়েছে, গতদিনে ইউক্রেনজুড়ে ১৩১টি অগ্নিকাণ্ড হয়েছে। এসবের মধ্যে ১০৬টি আবাসিক এলাকায় ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০১ ডিসেম্বর ২০২২

Back to top button