ফুটবল

প্রথমার্ধে গোল পায়নি অস্ট্রেলিয়া-ডেনমার্ক

ঢাকা, ৩০ নভেম্বর – বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হয় ইউরোপিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ডেনমার্কের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে। এমন সমীকরণ সামনে নিয়ে খেলতে নেমে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ডেনমার্ক। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ডেনমার্ক। মাইহলে ডিবক্সের ভেতর শট নিলেও সেটি অজি গোলরক্ষক রায়ান সেভ করেন। ২১ মিনিটে অস্ট্রেলিয়ার ম্যাকগ্রির ভলি শট সোজা গিয়ে পড়ে স্মেইকেলের হাতে।

পুরো ম্যাচে মাঝমাঠ দখলে রাখে ডেনমার্ক। ৬৮% বল পজিশন নিয়েও তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি ডেনমার্ক। অথচ এই দেশটাই কিনা বড় বড় ইউরোপিয়ান দলকে টপকে বিশ্বকাপে এসেছে। তাই নিজেদের জার্নি আরো দীর্ঘ করতে দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করা ছাড়া আর উপায় নেই। অন্যদিকে জমাট রক্ষণভাগ দিয়ে ডেনমার্ককে বেশ ভালোভাবেই প্রথমার্ধে আটকে রাখত সক্ষম হয়েছে অজিরা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ৩০ নভেম্বর ২০২২

Back to top button