প্রথমার্ধ শেষে ইসমাইল সারের গোলে এগিয়ে সেনেগাল
দোহা, ২৯ নভেম্বর – বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে সেনেগালের। অন্যদিকে ইকুয়েডরের ড্র করলেই চলবে পরের রাউন্ডে যাওয়ার জন্য। এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামে সেনেগাল। প্রথম ম্যাচে নেদারল্যাণ্ডসের বিপক্ষে হারলেও কাতারের বিপক্ষে জিতে এগিয়ে থাকে সেনেগাল। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ইসমাইল সার-এর পেনাল্টি গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে সেনেগাল।
ম্যাচের শুরু থেকেই ম্যাচ জয়ের পণ নিয়ে খেলতে নামে সেনেগাল। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা ইকুয়েডরের বিপক্ষে দাপট দেখাতে থাকে আফ্রিকান দলটি। ম্যাচের ৩ মিনিটেই সুযোগ পায় সেনেগাল। কিন্তু ইদ্রিস গায়ার শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ১২ মিনিটে আবারো সুযোগ পায় সেনেগাল। এবার এনদাইয়ের বাকানো শট গোলরক্ষককে পরাস্ত করলেও তা চলে যায় গোলবার ছুঁয়ে।
ইকুয়েডরের বিপক্ষে এর আগের দুই ম্যাচেই জয় লাভ করা সেনেগাল মাঝমাঠে বলের দখল নিয়ে ইকুয়েডরের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকে। যার দরুণ ম্যাচের ৪২ মিনিটে খেই হারিয়ে ফেলে ইকুয়েডর। ইসমাইল সারকে ডি বক্সর ভেতর ফাউল করে বসেন প্রিসাইডো। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে লাইফলাইন পায় সেনেগাল।
স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ইসমাইল সার। শেষের দিকে আরো কিছু আক্রমণ করলেও তা দেখা পায়নি গোলের। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেনেগাল।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৯ নভেম্বর ২০২২