ফুটবল

সার্বিয়া-সুইজারল্যান্ডকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

দোহা, ২৯ নভেম্বর – কাতারে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে মিশন শুরু করে ব্রাজিল। সোমবার রাতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের চলতি আসরে এরই মধ্যে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। এখন পর্যন্ত দলগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের পাওয়ার র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম।

প্রকাশিত সেই র‍্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের ধারেকাছেও নেই মেসির আর্জেন্টিনা। ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় আর চতুর্থ স্থানে যথাক্রমে স্পেন ও পর্তুগাল।

গোল ডটকমের সেই র‍্যাংকিংয়ের সেরা পাঁচে জায়গা হয়নি মেসির আর্জেন্টিনার। তালিকার আট নাম্বারে অবস্থান করছে তারা।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ নভেম্বর ২০২২

Back to top button