জাতীয়

বিভেদ ভুলে এক টেবিলে নাশতা করলেন রওশন-কাদের

ঢাকা, ২৯ নভেম্বর – জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এসময় তারা এক টেবিলে বসে নাশতা করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের সাক্ষাৎ হয়।

জাপার শীর্ষ দুই নেতার সাক্ষাতের সময় দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে। তারা এক টেবিলে বসে নাশতা করেছেন। সেখানে শুধু তাদের পরিবারের সদস্যরা ছিলেন। মা-ছেলে যেভাবে থাকে, তারাও সেভাবে আছেন।’

জাপার অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে দলটির এ নেতা বলেন, ‘প্রতিটি দলের অভ্যন্তরেই ঝামেলা থাকে। তবে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা সবসময় একসঙ্গেই ছিলেন। আসলে জি এম কাদের দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন।’

এর আগে গত রোববার দুপুরে প্রায় ৫ মাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন রওশন এরশাদ। বিদেশে থাকাকালেই তার সঙ্গে জি এম কাদেরের দূরত্ব তৈরি হয়। রওশনপন্থিরা জাপার সম্মেলন ডাকেন যা জি এম কাদেরপন্থিরা বয়কট করেন। তখনই দলটির মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৯ নভেম্বর ২০২২

Back to top button