মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধি পাবে
ঢাকা, ২৯ নভেম্বর – মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান, সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ ও সেনা সদস্যদের শৃঙ্খলার মান বৃদ্ধি পাবে। এ ছাড়াও সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর সেনাকুঞ্জে দ্বিতীয়বারের মতো মিলিটারি পুলিশ সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নবনির্মিত একাডেমিক ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধান।
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ থেকে মিলিটারি পুলিশ সপ্তাহ চলবে আগামী সাত দিন।
সূত্র: সময় টিভি
আইএ/ ২৯ নভেম্বর ২০২২