ফুটবল

বিশ্বকাপে গান গাইলে গ্রেফতার

দোহা, ২৯ নভেম্বর – ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের আগে দুদেশের সমর্থকদের সতর্ক করে দিয়েছে কাতার। স্টেডিয়ামের বাইরে গান গাইলে গ্রেফতার করা হবে।

বিশ্বকাপে আজ গ্যারেথ বেলদের মুখোমুখি হবেন হ্যারি কেইনরা।

ব্রিটেনের এ দুই দেশের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

এই ম্যাচ ‘বিশ্বকাপের ডার্বি’। বিশ্বকাপে অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক কাতার।

আগাম ব্যবস্থা হিসাবেই দুদলের সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

যদিও এই নির্দেশের মূল লক্ষ্য ইংল্যান্ডের সমর্থকরা।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৯ নভেম্বর ২০২২

Back to top button