জাতীয়

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা উদ্বেগজনক

ঢাকা, ২৮ নভেম্বর – অনেক গ্রাহকদের খুঁজে পাওয়া না যাওয়ায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। অনেকগুলোর ক্ষেত্রে ঋণের বিপরীতে জামানত নেই। ব্যাংকটির বড় খেলাপিদের থেকে বার্ষিক আদায়ের হার এক শতাংশেরও কম।

সোমবার (২৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে উত্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কমিটি সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে এসংক্রান্ত সাব কমিটির প্রধান ওয়াসিকা আয়শা খান বলেন, কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। এটা নিয়ে পরবর্তীসময়ে আলোচনা করে সুপারিশ বাংলাদেশ ব্যাংককে জানানো হবে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৮ নভেম্বর ২০২২

Back to top button