জাতীয়

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৯

ঢাকা, ২৮ নভেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৩২ জন হয়েছে।

একই সময়ে আরও ২৯ জনের শরীরে করোনা ধরা পেড়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জন হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করে ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ নভেম্বর ২০২২

Back to top button