গ্যাস ভরার পর কাভার্ডভ্যানে আগুন
গাজীপুর, ২৮ নভেম্বর – গাজীপুরে ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় সুতাবাহী একটি মিনি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভ্যানের চালক ও সহযোগী।
ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর কর্মীরা জানান, মহাসড়কের কুনিয়া এলাকায় মারকো প্লাস গ্যাস স্টেশন থেকে একটি সুতাবাহী কাভার্ডভ্যান গ্যাস ভর্তি করে। সেখান থেকে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গাড়িটিতে আগুন ধরে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কাভার্ডভ্যানটি উল্টে সড়কে পড়ে যায়। এসময় চালক ও সহযোগী লফিয়ে রক্ষা পান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হওয়ায় উভয় দিকে প্রায় এক ঘণ্টা যানজট সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৮ নভেম্বর ২০২২