দক্ষিণ এশিয়া

থানায় বিক্ষুব্ধ জনতার হামলা, ৩৬ পুলিশ আহত

নয়াদিল্লি, ২৮ নভেম্বর – ভারতের কেরালায় একটি বন্দর নির্মাণের বিরোধিতা করে থানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

রোববার রাতে রাজ্যটির ভিজিনজাম থানায় এ হামলা চালানো হয়। এতে অন্তত ৩৬ পুলিশ সদস্য ও ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভিজিনজামের সাধারণ মানুষ ওই এলাকায় বন্দর নির্মাণের বিরুদ্ধে টানা চার মাস ধরে প্রতিবাদ করছে। এ ঘটনায় রোববার পাঁচজনকে পুলিশ আটক করার পরই বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়।

স্থানীয় মানুষজন লাঠি ও পাথর নিয়ে থানায় হামলে পড়ে। এ সময় তারা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের দাবি, এ ঘটনায় তাদের চারটি জিপ, দুইটি ভ্যান ও ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়েছে। এ ঘটনায় তিন হাজার জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।

২০১৫ সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। এরপর থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্যভাবে ভূমি ক্ষয় শুরু হয়েছে বলে স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করছেন।

এর প্রভাবে ইতোমধ্যেই অনেক জেলে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। বিপাকে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫৬ হাজার মানুষ।

থানায় হামলার পর অগ্নিগর্ভ হয়ে উঠে সেখানকার পরিস্থিতি। এলাকায় ২০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেরালা বন্দর উন্নয়ন মন্ত্রী আহমেদ দেভারকোভিল বলেছেন, সোমবার একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা কালেক্টরকে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে সর্বদলীয় সভা আহ্বান করতে বলা হয়েছিল। তিনি আন্দোলনকারীদের সঙ্গেও আলোচনা করবেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ নভেম্বর ২০২২

Back to top button