‘রেল চালু হওয়ার পরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’ মোদীকে জানালেন মমতা
কলকাতা, ২৪ নভেম্বর- কোভিড টিকাকরণের সব ধরণের প্রস্তুতি নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বাঁকুড়া সার্কিট হাউস থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বিষয়টি তিনি নিশ্চিত করেন।
তিনি আরও জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত ও অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী রয়েছেন। তাঁদের এই কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেন্দ্রের সঙ্গে ও যেকোনও সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভ্যাকসিন আসার পরই তা যাতে দ্রুত সকলের কাছে পৌঁছায় তা নিশ্চিত করাটাই আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য’।
মুখ্যমন্ত্রী এদিন আরও দাবি করে বলেন, ‘শারদোৎসব থেকে কালী পুজা-ছট পুজো পেরিয়ে আসার পরেও সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে।’ মুখ্যমন্ত্রীর তরফে দাবি করা হয়েছে, রাজ্যে কর্মরত আশা কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে করোনা সচেতনতামূলক প্রচারের কাজ করে চলেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিন দিনের জেলা সফরে গত রবিবার বিকেলেই বাঁকুড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন মুকুটমনিপুরের কংসাবতী সেচ বাংলোয় রাত্রীযাপন করে সোমবার খাতড়া সিধু কানু স্টেডিয়ামে একটি সরকারী অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই সরাসরি পৌঁছে যান বাঁকুড়া সার্কিট হাউসে। এদিন রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক ও বুধবার শুনুকপাহাড়ি হাট ময়দানে রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/২৪ নভেম্বর