কিয়েভে ভারি তুষারের পূর্বাভাস, ৯০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ চালু
কিয়েভ, ২৭ নভেম্বর – ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো রবিবার বলেছেন, শহরটির ৯০ শতাংশ আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ আবার চালু করা হয়েছে। অন্যদিকে প্রতিটি বাড়িতে পানি সরবরাহ শুরু হয়েছে।
তবে মেয়র ক্লিৎসকো তার টেলিগ্রাম চ্যানেলে এ-ও যোগ করেছেন, সংখ্যার হিসেবে শহরের এক-চতুর্থাংশ বাসিন্দার কাছে এখনও বিদ্যুৎ নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মেয়র ক্লিৎসকোকে বিরল প্রকাশ্য তিরস্কার করার পর তার এ বক্তব্য এসেছে।
রাশিয়ার উপুর্যপরি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিশালসংখ্যক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় নেমে এসেছে। এতে প্রচণ্ড শীতের মধ্যে অনেক মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে কিয়েভজুড়ে স্থানীয় সময় রবিবার থেকে ভারি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছিল। এ কারণে রাজধানীতে মৌলিক পরিষেবা পুনরুদ্ধারে তাড়াহুড়া করছিলেন পৌর কর্মীরা।
কিয়েভে দিনরাত তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। তুষারপাত রবিবার থেকে এ সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৭ নভেম্বর ২০২২