যেভাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা
দোহা, ২৭ নভেম্বর – লিওনেল মেসি নৈপুণ্যে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের অসাধারণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপে টিকে থাকল আলবিসেলেস্তারা।
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার সম্ভাবনা জেগেছিল আর্জেন্টিনা দলের। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা জিতলেই এখন পরের রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। ম্যাচটা ড্র করলেও তাদের সুযোগ থাকবে। তবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। আর এক ড্র ও এক পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।
পয়েন্ট টেবিল অনুযায়ী পোল্যান্ডের বিরুদ্ধে মেসিরা জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। আর জিততে না পারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ম্যাচের দিকে। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে দু’দলের পয়েন্ট হবে যথাক্রমে ৪ এবং ৫। তা হলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পোল্যান্ড। আর্জেন্টিনা হেরে গেলে তাদের পরের রাউন্ডে যাওয়া কঠিন হবে।
অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা ও সৌদি হারলে পরের পর্বে চলে যাবে মেক্সিকো। আবার সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয় তাহলেও আর্জেন্টিনা ছিটকে যাবে পোল্যান্ডের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/২৭ নভেম্বর ২০২২