জাতীয়

ব্রুনাই থেকে আগামী বছর সিএনজি পাওয়া যাবে

ঢাকা, ২৭ নভেম্বর – দেশে জ্বালানি সংকট আছে। ব্রুনাই থেকে আগামী বছর সিএনজি পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রবিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে জ্বালানি সংকট আছে। ব্রুনাই থেকে আগামী বছর সিএনজি পাওয়া যাবে খাদ্য, সার ও জ্বালানীকে গুরুত্ব দিতে হবে। বৈঠকে ভোগ্যপণ্য, ফল এসব ক্ষেত্রে খরচ কমাতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া প্রকল্প করা যাবে না। বিদেশি সাহায্য বা ঋণের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে বা হবে, সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে। নিজেদের খরচের প্রকল্পে নিরুৎসাহিত করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৭ নভেম্বর ২০২২

Back to top button