ফুটবল

আমাদের অনেক ক্ষতি হয়েছে, আর ভুল করা যাবে না

দোহা, ২৭ নভেম্বর – মেক্সিকোকে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গত রাতের ম্যাচে প্রথমার্ধে মেসিরা নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ান। প্রথম গোল করে দলকে চাঙ্গা করে দেন অধিনায়ক মেসি।

পরে আরো একটি গোল করেন এনজো ফার্নান্দেজ। ম্যাচ শেষে মেসি বলেন, সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে যেসব ভুল হয়েছিল, সেসব আর করা যাবে না।
আর্জেন্টিনা অধিনায়কের ভাষায়, ‘আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। কারণ আমরা জানতাম, দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি। তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরেকটি ধাপ পার করতে হবে। ম্যাচটি জেতা খুবই কঠিন ছিল। কারণ মেক্সিকো খুবই ভালো খেলেছে। তাদের কোচ দুর্দান্ত এবং তারা আপনার জন্য কাজটা কঠিন করে দেয়। ’

মেক্সিকোর বিপক্ষে এই জয় দলকে চাঙ্গা করেছে বলে মনে করেন মেসি। তবে সামনের প্রতিটি ম্যাচেই সতীর্থদের সতর্ক থাকার আহ্বানও জানান, ‘আমরা এখন হাল ছাড়তে পারি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমাদের আর কোনো ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। অনেকে তাদের প্রথম বিশ্বকাপ খেলছে। এটা কোনো অজুহাত নয়। আমরা সেদিন ভালো খেলিনি। ’

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৭ নভেম্বর ২০২২

Back to top button