জাতীয়

‘বিএনপির উচিত তত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা’

ঢাকা, ২৭ নভেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা। কিন্তু তারা সরকারকে সহযোগিতা না করে, সরকার পতনে আন্দোলনে নেমেছ। বিএনপির এই সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

রোববার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, গণতন্ত্রের বিকাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ নভেম্বর ২০২২

Back to top button