ঢালিউড

স্বামী-সন্তানকে নিয়ে ওমরা পালনে সৌদি গেলেন পূর্ণিমা

ঢাকা, ২৬ নভেম্বর – ওমরাহ পালন করতে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৪ নভেম্বর সৌদি আরবে যান তারা।

সম্প্রতি বিয়ে করে আবার সংসারী হয়েছেন পূর্ণিমা। পাত্র একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা আশফাকুর রহমান রবিন। সৌদি আরবে গিয়ে সেখানকার কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিন। ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, তারা নিরাপদভাবে মদিনায় গিয়ে পৌঁছেছেন। ছবিতে পূর্ণিমার কন্যা উমাইজাকেও দেখা গেছে।

পূর্ণিমা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে মদিনা সফরের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। সেখান থেকে জানা যায় শুধু স্বামী-সন্তান নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে।

শুক্রবার পূর্ণিমাকে মদিনায় দেখা গেছে স্বামী ও কন্যার সঙ্গে। আজ শনিবার স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে ছবি দিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে।

 

পূর্ণিমার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েয়েছ। ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমায় পূর্ণিমার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা।

আইএ/ ২৬ নভেম্বর ২০২২

Back to top button